উত্তরদিনাজপুর

নাবালিকার সঙ্গে বিয়ে করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ

নাবালিকার সঙ্গে বিয়ে করার অভিযোগে এক যুবককে আটক করলো পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় আলোড়ন ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার জয়হাট গ্রাম পঞ্চায়েতের অধিন চেকপোস্ট এলাকায়। ঘটনায় আটক যুবক সুব্রত ভক্তকে শনিবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। 

পুলিশ ও চাইল্ড লাইন সূত্রে জানা যায়, ইটাহার থানার চেকপোষ্ট এলাকার নিমাই ভক্তের ছেলে সুব্রত ভক্তর সঙ্গে রায়গঞ্জ থানার ভাটোল মালিগ্রামের এক নাবালিকার দেখাশোনা করে বিয়ে হয় দেড় মাস আগে। যদিও আনুষ্ঠানিক করার কথা ছিল একদিন বাদে। কিন্তু নাবালিকার গ্রামের কেউ, রায়গঞ্জ চাইল্ড লাইনে অভিযোগ করেন নাবালিকার ১৮ বছর হয়নী, অবশেষে চাইল্ড লাইনের সদস্যরা হস্তক্ষেপে চেকপোষ্ট সুব্রতর পরিবারের সঙ্গে যোগাযোগ করে, তাদের বোঝানো হয় নাবালিকা মেয়েকে বিয়ে করা যায় না। তবুও চাইল্ড লাইনের কথা শোনেনি পরিবার। এরপর চাইল্ড লাইনের তরফে ইটাহার থানা ও বিডিওকে অভিযোগ জানানো হয়। অবশেষে ইটাহার থানার পুলিশ চেকপোষ্ট থেকে নাবালিকা সহ সুব্রত ভক্তকে ইটাহার থানায় নিয়ে আসে। শনিবার সুব্রতকে রায়গঞ্জ জেলা আদালতে এবং নাবালিকাকে রায়গঞ্জ চাইল্ড লাইনে পাঠানো হয়।

যদিও এদিন নাবালিকার মা থানায় এসে দাবী করেন, তার মেয়ের বিয়ে হয়নি, মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিল, বর্তমানে নবম শ্রেনীতে পড়শোনা করে। জানিনা কে বা কারা মিথ্যা অভিযোগ করেছে বলে দাবী করেন তিনি।